হাঁচি-কাশি, জ্বর লেগেই থাকে, করণীয় কী?

ঘরের পুরনো জিনিসপত্র পরিষ্কার করতে গেলেন কিংবা ফুলের বাগানে হাঁটার সময় হঠাৎ হাঁচি ও নাক দিয়ে পানি পড়া শুরু হল। প্রথমে বিষয়টি সাধারণ বলে মনে করলেন কিন্তু বেশি ঠাণ্ডা বা বেশি গরমে গেলে কিংবা রাস্তায় ধুলাবালির সংস্পর্শে এলেই একই ঘটনার পুনরাবৃত্তি হল। ওষুধের দোকানির সঙ্গে আলাপ করে দু-একটি হাঁচি-কাশি বন্ধের ওষুধ খেলেন। সাময়িকভাবে ভালো হলেন কিন্তু এটিকে কোনো রোগ হিসেবে আপনি ভাবতে পারছেন না। এটি অ্যালার্জিজনিত নাকের সমস্যা, যাকে অ্যালার্জিক রাইনাইটিস বলে।

উপসর্গ : অনবরত হাঁচি, নাক চুলকানো, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া।

কারও কারও সারা বছর এ লক্ষণ থাকে। বিশেষ করে ঘরের পুরনো ধুলাবালি যাতে মাইট থাকে এবং পোষা প্রাণীর লোমের সংস্পর্শে এ লক্ষণ শুরু হয়। কারও কারও ঋতুভিত্তিক যেমন- গ্রীষ্মের শেষে এবং বর্ষা ও শরতে এ সমস্যা শুরু হয়।

আমাদের দেশে মোট জনগণের প্রায় ১০-১৫ ভাগ অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছেন। যে কোনো বয়সে এ লক্ষণ দেখা দিতে পারে। তবে শিশু-কিশোরদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি।

পরীক্ষা-নিরীক্ষা : রক্তের ইয়োসিনোফিল, সিয়াম আইজিই, স্কিন প্রিক টেস্ট, সাইনাসের এক্স-রে করে এ রোগ শনাক্ত করা যায়।

চিকিৎসা : অ্যালারজেন পরিহার করে চললে, এন্টিহিস্টামিন, নেসানে স্টেরয়েড ব্যবহার ও অ্যালার্জি ভ্যাকসিন বা ইমুনোথেরাপি দিয়ে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।

বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পেতে ভিজিট করুনঃ

অথবা যোগাযোগ করুন

York Hospital Ltd.
House #12 & 13, Road # 22, Block # K, Banani, Dhaka-1213

Phone: 01992222555, 01992222777

House-12,13, Road-22, Block-K, Banani, Dhaka-1213

Call Us Now at

Call Us Now at

01992 222 555, 01992 222 777

Email Us at

Email Us at

tv.yorkbd@gmail.com

Book Online

Book Online

Appointment Now