York Hospital Ltd.

A Specialized Boutique Hospital

+880 199 2222 555
+880 199 2222 777

Consultant

Asif Ahmad

B.Sc & M.Sc in Biochemistry & Molecular Biology (DU) PhD student, Department of Biochemistry & Molecular Biology (JU) Consultant, Biochemistry York Hospital Limited

Doctor BIO

Mr. Asif Ahmad completed his graduation (1995) and post-graduation (1997) in Biochemistry & Molecular Biology from Dhaka University. He has completed his secondary and higher secondary education from Rajshahi Board; he received President Gold Medal Award for 18th position in order of Merit in the S.S.C. Examination, 1988, Rajshahi Board. Mr. Ahmad has vast research experience in Biochemistry & Molecular Biology, his scientific research works has been published in renowned medical journals. He was involved in research activities at ICDDRB, BIRDEM, BUHS & Islami University Kushtia. At present he is pursuing PhD in the Department of Biochemistry & Molecular Biology at Jahangirnagar University. Mr. Ahmad has been working as Senior Scientific Officer and In Charge in the Dept. of Biochemistry and Endocrinology, BIHS Hospital (A sister concern of BIRDEM)- An Enterprise of Diabetic of Association of Bangladesh (BADAS) under Bangladesh-Netherlands joint cooperation since October 1997. He also worked as a Consultant in the Dept of Biochemistry, Omar-Sultan Medical Service Ltd. from January 2003 to October 2009. Currently Mr. Ahmad is serving as a Consultant, Biochemistry at York Hospital Limited.

জনাব আসিফ আহমাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজিতে স্নাতক (১৯৯৫) এবং স্নাতকোত্তর (১৯৯৭) সম্পন্ন করেন। তিনি রাজশাহী বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন; মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৯৮৮ সালে তিনি রাষ্ট্রপতি স্বর্ণপদক পুরষ্কার পেয়েছিলেন। জনাব আহমাদের বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজিতে গবেষণার অভিজ্ঞতা রয়েছে, তাঁর বৈজ্ঞানিক গবেষণা কাজ প্রখ্যাত মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি আইসিডিডিআরবি, বারডেম, বিইউএইচএস ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে গবেষণামূলক কর্মের সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত। জনাব আহমাদ বারডেম এর সহযোগী প্রতিষ্ঠান বিআইএইচএস হাসপাতাল-এ ১৯৯৭ সালের অক্টোবর থেকে সিনিয়র সায়েন্টিফিক অফিসার, বায়োকেমিস্ট্রি এবং এন্ডোক্রাইনোলজি বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জানুয়ারী ২০০৩ থেকে অক্টোবর ২০০৯ পর্যন্ত ওমর-সুলতান মেডিকেল সার্ভিস লিমিটেডের বায়োকেমিস্ট্রি বিভাগে কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। বর্তমানে জনাব আসিফ আহমাদ ইয়র্ক হাসপাতাল লিমিটেড এ কনসালটেন্ট, বায়োকেমিস্ট্রি হিসেবে দায়িত্ব পালন করছেন।