মাঙ্কিপক্স: কারণ, উপসর্গ, চিকিৎসা এবং প্রতিরোধ

মাঙ্কিপক্স বিশেষ ধরনের বসন্ত রোগ, যা প্রাণীর মাধ্যমে ছড়ায়। বিশেষ করে ইঁদুরের মাধ্যমে এই ভাইরাস দ্রুত ছড়ায়। মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও সংক্রমণের আশঙ্কা থাকে। শ্বাসনালি, শরীরের কোনো ক্ষত, নাক কিংবা চোখের মাধ্যমেও অন্যের দেহে এই ভাইরাস ঢোকে। এমনকি আক্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক থেকেও মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।



» রোগনির্ণয়

রক্ত ও লালারসের নমুনা পরীক্ষা করলেই শরীরে মাঙ্কিপক্স ভাইরাসের উপস্থিতি বোঝা সম্ভব।

» কীভাবে বুঝবেন?

এই ভাইরাসে আক্রান্ত হলে শুরুতে কাঁপুনি দিয়ে জ্বর, মাথাব্যথা, পেশি-গা-হাত-পায়ে ব্যথার মতো প্রাথমিক উপসর্গ দেখা দেয়। শরীরের বিভিন্ন লসিকা গ্রন্থি ফুলে ওঠে। ত্বকে ছোট ছোট অসংখ্য ক্ষতচিহ্ন দেখা যায়। ক্রমেই সেই ক্ষত গভীর হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। গুটি বা জলবসন্তের মতো মাঙ্কিপক্সের লক্ষণ কাছাকাছি হওয়ায় অনেকেই প্রাথমিক পর্যায়ে এই রোগকে বসন্ত বা চিকেনপক্স ভেবে ভুল করেন।

» মাঙ্কিপক্স কি নিরাময়যোগ্য?
সাধারণত দুই থেকে চার সপ্তাহের মধ্যে মাঙ্কিপক্সের উপসর্গগুলি নিজে থেকেই সেরে যায়। মাঙ্কিপক্সে আক্রান্ত অনেকেরই চিকিৎসার দরকার হয় না, এবং তাঁরা নিজে থেকেই সেরে ওঠেন। রোগটি ধরা পড়লে চিকিৎসকরা রোগীর পরিস্থিতির দিকে লক্ষ রাখেন, রোগীর শরীরে যাতে জনশূন্যতা দেখা না দেয়, তা নিশ্চিত করার চেষ্টা করেন, রোগের উপসর্গগুলিকে কমাতে চেষ্টা করেন, এবং দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে তা আটকাতে অ্যান্টিবায়োটিক দেন।

» মাঙ্কিপক্সের চিকিৎসা কী?
এই মুহূর্তে মাঙ্কিপক্সের কোনও নির্দিষ্ট প্রামাণ্য চিকিৎসা নেই। অ্যান্টিভাইরাল ওষুধে কাজ হতে পারে, কিন্তু মাঙ্কিপক্সের চিকিৎসাপদ্ধতি হিসাবে তা নিয়ে এখনও কোনও গবেষণা হয়নি।

তবে যেহেতু মাঙ্কিপক্স এবং স্মলপক্স ভাইরাস জিনগত ভাবে তুলনীয়, তাই স্মলপক্স সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য যে সব অ্যান্টিভাইরাল ওষুধ বা টিকা ব্যবহার করা হয়, তা মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।

যে সব রোগীর গুরুতর ভাবে অসুস্থ হওয়ার আশঙ্কা আছে, যেমন যাঁদের শরীরের প্রতিরোধ ক্ষমতা দু্র্বল, তাঁদের টেকোভিরিম্যাট-এর (TPOXX) মতো অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়া যেতে পারে।

আপনার শরীরে যদি মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়, তা হলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। আপনি কোনও মাঙ্কিপক্স আক্রান্তের সংস্পর্শে এসেছেন কি না, সে কথা বিবেচনা করার প্রয়োজন নেই।

York Hospital Ltd.
House #12 & 13, Road # 22, Block # K, Banani, Dhaka-1213

Phone: 01992222555, 01992222777

House-12,13, Road-22, Block-K, Banani, Dhaka-1213

Call Us Now at

Call Us Now at

01992 222 555, 01992 222 777

Email Us at

Email Us at

info@yorkhospitalbd.org

Book Online

Book Online

Appointment Now