York Hospital Ltd.

A Specialized Boutique Hospital

+880 199 2222 555
+880 199 2222 777

Our Blog Page

...

World Hand Washing Day

Dr. Enamul Haque

Publish Date: 13/05/2021

বিভিন্ন রোগ সংক্রমণ প্রতিরোধে পরিচ্ছন্ন হাতের ভূমিকা সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতিবছর ৫-ই মে বিশ্ব হাত স্বাস্থ্য দিবস পালন করা হয়। পরিচ্ছন্ন হাত শুধু আপনাকে নয়, আপনার আশেপাশের সকলকে সুরক্ষিত রাখবে। সহজে হাত ধোয়ার সঠিক পদ্ধতি নিচে উল্লেখ করা হলো: ধাপ ১: যথেষ্ট পরিমাণ পানি দিয়ে হাত ভিজিয়ে সামান্য পরিমাণ সাবান ব্যবহার করুন। ধাপ ২: বৃত্তাকার গতিতে দু'হাতের তালু ভালো করে একসাথে ঘষে নিন। ধাপ ৩: হাতের উল্টো পিঠ এবং আঙ্গুলের মধ্যবর্তী স্থান ভালো করে ঘষে নিন। ধাপ ৪: এবার আপনার আঙ্গুলগুলো ভালো করে ধুয়ে নিন। ধাপ ৫: অবশেষে আপনার নখ এবং বৃদ্ধাঙ্গুল ভালো করে পরিষ্কার করুন। ধাপ ৬: আপনার হাত অবশ্যই কমপক্ষে 20 সেকেন্ড ধরে ধৌত করবেন। কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে হাতের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরী। তাই আসুন, সঠিক ভাবে হাত ধৌত করার অভ্যাস গড়ে তুলি। ইয়র্ক হাসপাতাল লিঃ যত্নের বুননে সেবা