Dr. Enamul Haque

SpecialityFamily Medicine Specialist

EducationMBBS (Sri Lanka), Fellowship in Transplant Nephrology, FCGP Chief Medical Officer, York Hospital Ltd.

Work DaysSaturday to Thursday

Work Days10:00 AM-08:00 PM

Dr. Enamul Haque

Dr. Enamul Haque graduated from University of Kelaniya Sri Lanka in 2002 and received Registration from SLMC (Sri Lankan Medical council). He received BMDC registration in 2005. Dr. Enam has Obtained FCGP from Dhaka in 2010. From 2014 -2016 he was in Bangalore for Fellowship in Transplant Nephrology and Hemodialysis. Dr. Enam was trained for emergency evacuation by Air-Ambulance, also has experience managing critical patient in Air. Beginning his career in Bangladesh he started working with United Hospital from 2006-2007, later he joined Prescription Point Limited, Banani; he served there as a Senior Medical Officer and In Charge from 2007-2013. He Worked as a Medical Coordinator at AMDA Bangladesh (Japan Based NGO). During his Fellowship in India he was an Intern of Dr. Shankar Sundar, an eminent Nephrologist at Columbia Asia Hospital, Bangalore. Before returning to Bangladesh, He had been working at Nawaloka Hospital Colombo, as a Medical Officer. Dr. Enamul Haque is a well known Medical Practitioner in the Community of Banani, Gulshan and Baridhara. He is a Panel Physician of High commission of India, High commission of Sri Lanka, Indonesian Embassy, Philippine Embassy, State Bank of India and many other International Buying Office and Corporate Offices. At present Dr. Haque is serving as the Chief Medical Officer at York Hospital Limited in Banani.

ডাঃ এনামুল হক ২০০২ সালে শ্রীলঙ্কার কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং শ্রীলঙ্কান মেডিকেল কাউন্সিলের নিবন্ধন অর্জন করেন। পরবর্তীতে ২০০৫ সালে তিনি বাংলাদেশ মেডিকেল কাউন্সিলের নিবন্ধন গ্রহণ করেন। ডাঃ এনাম ২০১০ সালে ঢাকা থেকে এফসিজিপি ডিগ্রী অর্জন করেন। ২০১৪-২০১৬ সালে তিনি ট্রান্সপ্ল্যান্ট নেফ্রোলজি এবং হেমোডায়ালাইসিসের ফেলোশিপ নিয়ে ভারতের বেঙ্গালুরুতে ছিলেন। ডাঃ এনাম এয়ার-অ্যাম্বুলেন্স দ্বারা ইমার্জেন্সি ইভাকুয়েশন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন, এছাড়াও বিমানে গুরুতর রোগীদের চিকিৎসা সেবা দেয়ার বিষয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে কর্মজীবনের শুরুতে তিনি ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইউনাইটেড হাসপাতালে কাজ করেন, পরবর্তীতে তিনি বনানীর প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেডে যোগদান করেন; তিনি সেখানে সিনিয়র মেডিকেল অফিসার এবং ইনচার্জ হিসাবে ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি জাপান ভিত্তিক এনজিও এএমডিএ বাংলাদেশ এ মেডিকেল কো-অর্ডিনেটর হিসাবে কাজ করেছেন। ভারতে ফেলোশিপ চলাকালীন তিনি ব্যাঙ্গালোরের কলম্বিয়া এশিয়া হাসপাতালের বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাঃ শঙ্কর সুন্দরের ইন্টার্ন ছিলেন। বাংলাদেশে ফেরার আগে তিনি মেডিকেল অফিসার হিসাবে নওলোকা হাসপাতাল কলম্বোয় কর্মরত ছিলেন। ডাঃ এনামুল হক বনানী, গুলশান ও বারিধারা কমিউনিটির একজন সুপরিচিত মেডিকেল প্র্যাকটিশনার। তিনি ভারতীয় হাই কমিশন, শ্রীলঙ্কান হাইকমিশন, ইন্দোনেশিয়ান দূতাবাস, ফিলিপাইন দূতাবাস, স্টেট ব্যাংক অভ ইন্ডিয়া এবং আরও অনেক আন্তর্জাতিক বায়িং অফিস এবং কর্পোরেট অফিসের প্যানেল চিকিৎসক। ডাঃ হক বর্তমানে বনানীর ইয়র্ক হাসপাতাল লিমিটেড এর চিফ মেডিকেল অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।

House-12,13, Road-22, Block-K, Banani, Dhaka-1213

Call Us Now at

Call Us Now at

01992 222 555, 01992 222 777

Email Us at

Email Us at

tv.yorkbd@gmail.com

Book Online

Book Online

Appointment Now